• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীনে দুই জাহাজ সংঘর্ষ: বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৭, ২০১৮, ০২:৩৩ পিএম
চীনে দুই জাহাজ সংঘর্ষ: বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ

ঢাকা: পূর্ব চীন সাগরে মালবাহী জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশিসহ ৩২ নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীনা পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, নিখোঁজের মধ্যে ৩০ জন ইরানের নাগরিক এবং দুইজন বাংলাদেশি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৬ জানুয়ারি) রাতে চীনের সাংহাই উপকূল থেকে ১৬০ নটিক্যাল মাইল দূরে এ সংঘর্ষের পর পরই আগুন ধরে যায়।

এর মধ্যে শানচি নামে তেলবাহী ট্যাঙ্কারটি পানামায় নিবন্ধন করা। আর মালবাহী জাহাজটি হংকংয়ের। নিখোঁজ নাবিকরা সবাই তেলবাহী ট্যাঙ্কারের। 

ইরান থেকে তেল নিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। অন্যদিকে মালবাহী জাহাজটি হংকংয়ের। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!