• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনে ভারী বর্ষণ: নিহত ৮৭ ঘরছাড়া কয়েক কোটি


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৩, ২০১৬, ০৩:০৪ পিএম
চীনে ভারী বর্ষণ: নিহত ৮৭ ঘরছাড়া কয়েক কোটি

ভারী বর্ষণের কারণে চীনে অন্তত ৮৭ জন নিহত ও দেড় কোটির ওপরে ঘর ছাড়া হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

চীনের সংবাদ সংস্থা জিংহুয়া খবরে বলা হয়, উত্তরের প্রদেশ হেবাইতে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে ৭২ জন নিহত ও ৭৮ জন নিখোঁজ হয়েছেন। বন্যায় প্রায় ৫০ হাজার বাড়ি ধংস হয়ে গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৮৬ লক্ষ মানুষ।

কেন্দ্রীয় প্রদেশ হেনানে ঝড়ের কবলে পড়ে ১৫ জন নিহত ও ৮ জন নিখোঁজ হয়েছেন। বাতাসে ৭২ লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। প্রায় ১৮ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরকারি হিসেব মতে, দেড় লক্ষাধিক হেক্টর জমির ফসলও নষ্ট হয়েছে। যা অর্থনীতিতে প্রভাব রাখবে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বন্যা কবলিত মানুষদের সাহাজ্য করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!