• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চীনে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ২০


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১, ২০১৬, ০৬:২৯ পিএম
চীনে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ২০

চীনে শুক্রবার প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে একব্যক্তি নিহত হয়েছে ও অপর ২০ জন নিখোঁজ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের পিয়ানপো গ্রামে শুক্রবার ভোরে এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে ২৯ জন মাটির নিচে চাপা পড়ে।

বার্তা সংস্থার খবরে বলা হয়, ঘটনার পর মাটির নিচ থেকে নয়জনকে টেনে তোলা হয়। পরে এদের একজন মারা যায় এবং অপর আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়। খবরে আরো বলা হয়, সেখানে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অনলাইনে দেয়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে অনেক গাছ-পালা উপড়ে গেছে এবং বিভিন্ন বাড়ি ধসে পড়েছে। এছাড়া সেখানে উদ্ধার কর্মীদের নিষ্ঠার সাথে উদ্ধার প্রচেষ্টা চালাতে দেখা যাচ্ছে।

উল্লেখ্য, চীনের দক্ষিণাঞ্চলে গ্রীস্ম মৌসুমে প্রায় বৃষ্টিপাত হলেও এ বছর বিশেষকরে প্রবল বর্ষণের ঘটনা অনেক বেশী পরিলক্ষিত হচ্ছে।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!