• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে মিশরের পিরামিড আবিষ্কার!


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৫, ২০১৭, ০৫:২০ পিএম
চীনে মিশরের পিরামিড আবিষ্কার!

ঝিংঝু’র পিরামিড।

ঢাকা: মধ্য চীনের হেনান প্রদেশে পিরামিড আকৃতির কবর আবিষ্কার করা হয়েছে। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, হেনান প্রদেশের ঝিংঝু শহরের বাহিরে একটি কবরস্থান খননের সময় পিরামিড আকৃতির এই কবর পাওয়া যায়।

চাইনিজ মিডিয়াগুলো এ কবরগুলোকে ঝিংঝু’র পিরামিড হিসেবে প্রচার করছে। এ কবরগুলোকে মিশরের পিরামিডের সঙ্গে তুলনা করা হচ্ছে। খনন করা এই চেম্বারগুলো উচ্চতা ৯৮ ফিট এবং প্রশস্ত ২৬ ফিট। যেগুলো পূর্ব-পশ্চিম অবস্থানে নির্মাণ করা  হয়েছিলো।

স্থানীয় সাংবাদিকরা এগুলোকে অভাবনীয় বলে বিশ্লেষণ করছে। তারা বলছে, এগুলো মিশরের পিরামিডের মতই। যা নির্মাণ কারা হয়েছিলো প্রায় ২ হাজার বছর আগে।

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!