• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনে শক্তিশালী টর্নেডো নিহত শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০১৬, ১০:১২ এএম
চীনে শক্তিশালী টর্নেডো নিহত শতাধিক

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংজু প্রদেশে শক্তিশালী টর্নেডো ও শিলাবৃষ্টিতে শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৮০০ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,  নিহত ও আহত ছাড়াও এ ঝড়ে প্রদেশের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চীনের জিয়াংজু শহরে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে শহরের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়।

পরে রাতে এটি মুষলধারে বৃষ্টি ঝরিয়ে ইয়াংচেন শহর অতিক্রম করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

কর্মকর্তারা জানিয়েছেন, শিলা ও ভারী বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। এর মধ্যেও শুক্রবার আহত গ্রামবাসীদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানি সরবরাহ করা হয়েছে। রাজধানী বেইজিং থেকে তাঁবু ও জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

এছাড়া চীনের দক্ষিণপূর্বাঞ্চলে বেশ কয়েকদিন ধরে ঝড়ো আবহাওয়া ও ভারী বর্ষণের ফলে বন্যা দেখা দিয়েছে। এতে সেখানে অন্তত ২২ জন নিহত ও অনেকে নিখোঁজ রয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!