• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুরি হয়ে যাওয়া নবজাতকের খোঁজ মেলেনি


রাজশাহী প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৭, ০৪:০৪ পিএম
চুরি হয়ে যাওয়া নবজাতকের খোঁজ মেলেনি

রাজশাহী : রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত নগর মাতৃ সদন আরবান প্রাইমারী হেলথ কেয়ার থেকে অভিনব কায়দায় চুরি হওয়া নবজাতকের হদিস মেলেনি এখনো। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় এ ঘটনা ঘটলেও নবজাতকের কোনো হদিস পায়নি পুলিশ। রাজশাহীর পবার চর শ্যামপুর এলাকার দিনমজুর নাসির উদ্দিনের স্ত্রী মুক্তি খাতুন সন্তান হারিয়ে শোকে অসুস্থ হয়ে পড়েছেন।

এ ঘটনায় নবজাতকটির নানী রোজিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাত এক নারীসহ নগরীর ডাশমারী এলাকার তোহুরা নামের আরেক নারীকে আসামি করে নগরীর শাহ মখদুম থানায় একটি মামলা করেছেন। পুলিশ তোহুরাকে গ্রেপ্তার করেছে। এছাড়াও ওই ক্লিনিকের নার্স এলিজাবেথকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মামলার আসামি তোহুরা খাতুন ও ওই ক্লিনিকের নার্স এলিজাবেথকে আটক করা হয়েছে। তাদের শুক্রবার (২০ জানুয়ারি) রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু কোনো তথ্য উদঘাটন করা যায়নি। তবে নবজাতকটি উদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!