• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চুল পড়া রুখতে মাখুন পেয়ারা পাতার রস


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৬, ০৫:৪১ পিএম
চুল পড়া রুখতে মাখুন পেয়ারা পাতার রস

সোনালীনিউজ ডেস্ক

আপেলের সমান উপকারি এই ফলটি শুধু যে স্বাস্থ্যই ঠিক রাখে তা নয়, চুল পড়া রুখতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। তবে ফল বললে বোধহয় একটু ‘মিসগাইড’ করা হবে। বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতার রস করে চুলে লাগালে চুল পড়া তো কমবেই, উপরি পাওনা মসৃন এবং ঝকঝকে চুল।

বিশেষজ্ঞদের মতে, পেয়ারা পাতা ভিটামিন বি এবং মিনারেলে ভরপুর। ভিটামিন বি চুলকে স্বাস্থ্যকর বানায়। আর এতে থাকা ভিটামিন বি-২ নষ্ট হয়ে যাওয়া হেয়ার রুটের কোষ মেরামতি করে চুলকে মসৃণ করে তোলে।

তবে পেয়ারা পাতার রস সরাসরি চুলের গোড়ায় না দেওয়াই ভাল। অনেকগুলো পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে তা ১ লিটার পানিতে ফুটিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট সেই পানি ফুটতে দিন। এতে পেয়ারা পাতার সমস্ত গুণাগুন জলে চলে আসবে। পরে ঠান্ডা করে জল ছেঁকে একটা শিশিতে ভরে রাখতে পারেন। রোজ স্নানের কিছু আগে চুলের গোড়া এবং পুরো চুলে ভাল করে লাগিয়ে নিন।

কয়েক মাসের মধ্যে নিজেই তফাৎটা বুঝতে পারবেন। সূত্র: আনন্দবাজার

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!