• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় গ্যাসের সন্ধান, উত্তোলনের দাবি স্থানীয়দের


চুয়াডাঙ্গা প্রতিনিধি ডিসেম্বর ৩১, ২০১৬, ০৬:০৪ পিএম
চুয়াডাঙ্গায় গ্যাসের সন্ধান, উত্তোলনের দাবি স্থানীয়দের

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ওই গ্রামের জামিরুল ইসলামের বাড়িতে নলকুপ বসানোর সময় মিস্ত্রীরা গ্যাসের অস্তিত্ব পায়। এ গ্যাস সরকারি উদ্যোগে উত্তোলনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

বাড়ির মালিক জামিরুল জানান, গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নলকুপের পাইপ বসানোর সময় আকস্মিকভাবে তা নিচে না নেমে উপরে উঠে যায়। এরপর সেখান থেকে অনবরত বুদবুদ উঠতে থাকে। মিস্ত্রীরা বিষয়টি গ্যাস বলে দাবি করেন। এরপর প্রমাণ হিসেবে আগুন জ্বালানো হয়। তবে অজানা আতঙ্কে ওইদিনই পাইপ তুলে বালি দিয়ে গ্যাস ওঠা বন্ধ করা হয়।

আইলহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনাজ উদ্দিন জানান, গ্যাসের বিষয়টি শুনে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থার মাধ্যমে অনুসন্ধান ও গ্যাস উত্তোলন করা হোক।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ ব্যাপারে জানানো হবে। (সট) এলাকাবাসীর চাওয়া শুধু চুয়াডাঙ্গা জেলা নয়, খুলনা বিভাগের ব্যবসা বাণিজ্যে অপার সম্ভাবনা তৈরি হবে যদি এই গ্যাস কাজে লাগানো হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!