• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চেলসির বিপক্ষে গোল খরা কাটবে মেসির?


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৬:৪৭ পিএম
চেলসির বিপক্ষে গোল খরা কাটবে মেসির?

ফাইল ছবি

ঢাকা: আজও ফুটবল বিশ্বের কাছে তিনি এক বিস্ময়। পায়ের জাদুতে প্রতিদিনই পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছেন। শুধু তাই নয়, বিপক্ষ শিবিরেও তিনি এক আতঙ্কের নাম। এই তিনিই হলেন লিওনেল মেসি। মুলত তার নৈপুন্যে ভর করেই লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। স্থানীয় কোপা দেল রে’রও ফাইনালে পৌঁছে গেছে কাতালানরা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগের ম্যাচে চেলসির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর আর্জেন্টাইন সুপারের দুঃখটা এখানেই। এই টুর্নামেন্টে চেলসির বিপক্ষে আগের আটবারের দেখায় ২৯টি শট নিয়ে একবারও গোলের দেখা পাননি মেসি। তবে দলটির বিপক্ষে তিনি যেমন সাবলীলভাবে খেলেছেন তেমনটি অন্য কারো ক্ষেত্রে দেখা যায়নি। সমস্যা একটিই। গোলের দেখা পাননি মেসি।

২০০৫-০৬ মৌসুমে এই শেষ ষোলর লড়াইয়ে চেলসির মোকাবেলা করেছিল বার্সেলোনা। ওই আসরে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে চেলসিকে হারায় বার্সেলোনা। ওই ম্যাচে অংশ নিয়েছিলেন ১৮ বছর বযসি মেসি। প্রথমবারের মত সুযোগ পেয়েই নিজের তারকা দ্যুতি ছড়িয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার। স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয়লাভ করে স্প্যানিশ জায়ান্টরা।

 ম্যাচে মেসিকে বিপজ্জনকভাবে আঘাত করায় লাল কার্ড দেখতে হয় আসিয়ার দেল হোমোকে। তবে ইনজুরিতে পড়ে যান মেসি। যে কারণে ক্যাম্প ন্যুতে ফিরতি লেগের ম্যাচে অংশ নিতে পারেননি। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। আসরের শিরোপটিও অবশ্য ঘরে তুলেছিল বার্সেলোনা।

২০০৬- ০৭ মৌসুমে গ্রপ পর্বে পরস্পরের মুখোমুখি হয়েছিল চেলসি ও বার্সেলোনা। প্রথম লেগে চেলসি ১-০ গোলে এগিয়ে যাবার পর দ্বিতীয় লেগের ম্যাচ ড্র হয় ২-২ গোলে। ফলে এ গ্রুপের শীর্ষ দল হিসেবে চেলসি নকআউট পর্বে পৌছে গেলে বিদায় নিতে হয় কাতালানদের।

২০০৮-০৯ মৌসুমের সেমি-ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল ক্লাব দু’টি। ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচটি গোল শুন্য ড্র হবার পর স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। কিন্তু এ্যাওয়ে গোলের সুবাদে চেলসিকে পেছনে ফেলে ফাইনালের টিকিট পায় বার্সেলোনা। রোমে অনুষ্ঠিত ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে পেপ গার্দিওলার বার্সেলোনা।

এদিকে এই ম্যাচকে সামনে রেখে শনিবার অনুশীলন সেরে নিয়েছে বার্সেলোনা। লা লিগায় এইবারকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি সারে কাতালান ক্লাব। বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেন, ‘এইবারের বিপক্ষে ম্যাচে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে। এই অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স লীগের আসন্ন ম্যাচে আমাদের সাহায্য করবে। সেখানেও এই ম্যাচের মত ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!