• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেলসির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় ম্যানইউ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০১৭, ০৯:০০ পিএম
চেলসির বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় ম্যানইউ

ঢাকা: এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ হয়েছে প্রিমিয়ার লীগের শীর্ষ পয়েন্টধারী চেলসি। ড্র অনুযায়ী স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। এ্যান্টনিও কন্টের দলের বিপক্ষে প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগটি পেয়ে যাচ্ছেন মরিনহো। আসন্ন লড়াইয়ে প্রতিশোধ নিতে চান কিনা জানতে চাইলে ইউনাইটেড তারকা রাসফোর্ড বলেন, ‘অবশ্যই, তারা আমাদের বিরুদ্ধে একবার প্রতিশোধ নিয়েছে।’

তিনি বলেন, ‘আপনি কি অর্জন করছেন তার চেয়েও বড় কথা হচ্ছে এই পর্যায়ে এসে আপনি একটি ভাল দলের মোকাবেলা করতে যাচ্ছেন। এই মুহূর্তে আমরাও ভাল অবস্থার দিকে ফিরছি। সুতরাং আমার মনে হয় ভাল একটি লড়াই হবে। তবে ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আমরা সেখানে যাব।’

ইউনাইটেড তারকা মার্কাস রাসফোর্ডের মতে এটি হবে তাদের প্রতিশোধের ম্যাচ। কারণ গত অক্টোবরে এই দলটির কাছে ৪-০ গোলে হেরেছে হোসে মরিনহোর ইউনাইটেড। সেটি ছিল কোচের জন্য খুবই কস্টদায়ক একটি মুহূর্ত। কারণ চেলসি থেকে বরখাস্ত হবার পর প্রথমবারের মত স্টামফোর্ড ব্রিজ সফরে গিয়েছিলেন তিনি। এ সময় চেলসি সমর্থকরা দুয়োধ্বনি দিয়ে হোসে মরিনহোকে বলেছিলেন, ‘আপনি মোটেও স্পেশাল নন।’

রোববার ব্ল্যাকবার্নের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া এফএ কাপের ম্যাচের প্রথমার্ধে গোল করে ইউনাইটেডকে সমতায় ফিরিয়েছিলেন এই তারকা। এখন অক্টোবরের ওই হারের প্রতিশোধ না নেয়ার কোন কারণই দেখছেন না ইংল্যান্ডের এই তরুণ ফুটবলার। যদিও এবারের মৌসুমে প্রতিপক্ষ দলটি দারুণ ফর্মে রয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!