• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চৈত্রের রাতে হঠাৎ স্বস্তির বৃষ্টি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০১৬, ১০:২৪ এএম
চৈত্রের রাতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

চৈত্রের চার দিন পর দেখা মিলল স্বস্তির বৃষ্টির। প্রচণ্ড গরমে যখন রাজধানীবাসীর নাভিশ্বাস উঠেছে ঠিক তখনই স্বস্তি এনে দিল হঠাৎ বৃষ্টি। গতকাল শুক্রবার মধ্যরাতের পরে হঠাৎ ঝুমবৃষ্টি নামে। হিমেল বাতাসে জুড়িয়ে যায় শরীর।

কয়েকদিন ধরেই তাপদাহে পুড়ছে নগরী। তীব্র বাতাসের সঙ্গে রাজধানীতে ছিল প্রচণ্ড ধুলো। দিনের বেলা সূর্যের তাপ আর রাতে ছিল ভ্যাপসা গরম। আর এই ভ্যাপসা গরমের মধ্যে শুক্রবার মধ্যরাতের বৃষ্টিটা যেন স্বস্তি এনে দিয়েছে।

সকালে ঢাকার তেজতুরী বাজার, গার্ডেন রোড, কল্যাণপুর, মিরপুর, নতুনবাজার, কালশি, নাখালপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পানি সরে যায়।

পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা মুদি দোকানি মালেক বলেন, ‘ভাই, ধুলার জ্বালায় দোকানে টিকন যায় না। বৃষ্টি হইয়া ধুলা মরছে। আইজ একটু শান্তিতে দোকান করতে পারমু।’

সকালে মিরপুর এলাকার শাহীন, মিলা, জাকির, জনি ও সালাউদ্দিন জানান, কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টিটা দরকার ছিল। এতে নগরীর ধুলা কমেছে।

শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মহিউদ্দিন বলেন, ভ্যাপসা গরমে শহরে টেকাই যাচ্ছিল না। অনেকদিন পর আজ রাতে ঘুমটা ভালো হয়েছে।

সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!