• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাপেলকে শোয়েব আখতারের জবাব


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১২, ২০১৭, ১০:২৮ পিএম
চ্যাপেলকে শোয়েব আখতারের জবাব

ঢাকা: সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। মিসবাহ-উল-হকের দলকে বাজেভাবে হার মানতে দেখে দু চার কথা শুনিয়ে দিয়েছেন চ্যাপেলদের বড় ভাই ইয়ান চ্যাপেল। ভদ্রতার মাথা খেয়ে তিনি বলে দিলেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উচিৎ হবে পাকিস্তানকে বলে দেওয়া যে, খেলার মান বাড়াতে না পারলে তোমরা আর অস্ট্রেলিয়া এসো না। এরকম কথা কার শুনতে ভালো লাগবে!

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারেরও লাগেনি। তিনি চ্যাপেলকে পাল্টা দিয়ে বলেছেন,‘ মানছি পাকিস্তান লড়াই করতে পারছে না। আত্মবিশ্বাসে চিড় ধরেছে। অস্ট্রেলিয়া না গেলেই কি আমাদের পারফরম্যান্স ভালো হয়ে যাবে? এটাই কি একমাত্র উপায়? ইংল্যান্ড তো কোনদিন বিশ্বকাপ জেতেনি। তাই বলে কি ওরা অনুশিলন ছেড়ে দিয়েছে। আমি বললেই কি ওরা ছেড়ে দেবে?

এখানেই থামেননি শোয়েব। তিনি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বলেছেন,‘ আমরা অস্ট্রেলিয়ায় কিছুই করতে পারেনি। তবে উনি কি ভুলে গেছেন, অ্যালিস্টার কুকের ইংল্যান্ডের সঙ্গে আমরা ২-২ এ সিরিজ ড্র করেছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!