• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়নস ট্রফির নিরাপত্তা খতিয়ে দেখছে আইসিসি


ক্রীড়া ডেস্ক মে ২৩, ২০১৭, ০৭:৫৫ পিএম
চ্যাম্পিয়নস ট্রফির নিরাপত্তা খতিয়ে দেখছে আইসিসি

ঢাকা: সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে ইংল্যান্ড। সোমবার (২২ মে) ম্যানচেস্টারে এরিনা স্টেডিয়ামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২২ জন মারা গিয়েছেন। পপ গায়িকা আরিয়ানার অনুষ্ঠান তখন চলছিল। অনুষ্ঠান শেষের কয়েক মিনিটের মধ্যেই স্টেডিয়ামের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণটি ঘটে। এই ঘটনাতেই রীতিমতো স্তম্ভিত ক্রীড়া বিশ্বও। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আগে এই ভয়াবহ হামলা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড কর্তাদের। চিন্তায় পড়েছে আইসিসিও।

তবে টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে নেমে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি আস্বস্ত করেছে যে, তাদের কাছে টুর্নামেন্টের নিরাপত্তাই সবার আগে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা জানিয়েছে, ‘ চ্যাম্পিয়নস ট্রফি ও মহিলা বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা প্রতি মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছি। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো হবে এজবাস্টন, কার্ডিফ ও দ্য ওভালে। বাংলাদেশ দল ১ জুন উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের। ৪ জুন এজবাস্টনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন ভারত। বুধবার বিরাট কোহলির দলের লন্ডনের বিমান ধরার কথা রয়েছে। তাঁর ঠিক আগে ম্যানচেষ্টার বিস্ফোরণে শঙ্কিত হয়ে পড়েছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই ইংল্যান্ডে শুরু হবে মহিলাদের বিশ্বকাপ। ২৪ জুন  শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ২৩ জুলাই পযন্ত।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!