• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন পাকিস্তান দুঃসংবাদ পেল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক জুন ১৯, ২০১৭, ১২:১৮ এএম
চ্যাম্পিয়ন পাকিস্তান দুঃসংবাদ পেল বাংলাদেশ

ঢাকা: আগেই জানা গিয়েছিল, ফাইনালে পাকিস্তান ভারতকে হারাতে পারলে বাংলাদেশকে টপকে আইসিসি র‌্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে সরফরাজ আহমেদরা। তাই মাশরাফিদের কথা মাথায় রেখে, শুধু এই এক কারণে বাংলাদেশের অনেক সমর্থক ভারতকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু বিধি বাম! চ্যাম্পিয়ন হয়েছে সেই ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানই।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯৫ পয়েন্ট নিয়ে ছয়ে এখন পাকিস্তান। সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরে শেষ হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি।  ভারতের কাছে হারে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ১। ৯৫ পয়েন্ট থেকে কমে ৯৪ পয়েন্টে এখন মাশরাফিরা। আর সে সুযোগে ফাইনালে ভারতকে হারিয়ে ২ পয়েন্ট এগিয়েছে পাকিস্তান। ৯৫ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে সরফরাজরা।

বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল জিতে দুইয়ে উঠেছিল ভারত। কিন্তু এক হারেই দুই পয়েন্ট হারিয়ে ১১৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে বিরাট কোহলির দল। ১১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা (১১৯ পয়েন্ট)।

পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের জন্য দুঃসংবাদই বটে। কিন্তু এতে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে চিন্তা করার কিছু নেই। সাতে নেমে গেলেও ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা এখনো উজ্জ্বল মাশরাফিদের। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে স্বাগতিক ইংল্যান্ড ও এ বছরের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাংকিংয়ে ওপরে থাকা অন্য সাতটি দল।

এক সময় দোর্দন্ড প্রতাপে ক্রিকেট বিশ্ব শাসন করা ওয়েস্ট ইন্ডিজের দুর্দশা বাংলাদেশের সম্ভাবনা বাড়িয়েছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র করায় ২ পয়েন্ট হারিয়েছে উইন্ডিজ। ৭৭ পয়েন্ট নিয়ে নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১৭ পয়েন্টে। অষ্টম দল শ্রীলঙ্কাও এগিয়ে আছে ১৬ পয়েন্টে। ফলে বাংলাদেশের সঙ্গে র‌্যাংকিংয়ের আট নম্বর জায়গাটির ব্যবধান মাত্র এক রেটিং পয়েন্ট হলেও দুশ্চিন্তার কিছু নেই। এটা বলাই যায়,  ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের র‌্যাংকিংয়ে নয়ে নেমে যাওয়ার ভয় নেই। আর ওই দিনের মধ্যে আটে থাকা দলগুলো সরাসরি জায়গা করে নেবে ২০১৯ বিশ্বকাপে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!