• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারা লজ্জা ও কষ্টের’


ক্রীড়া ডেস্ক মে ২২, ২০১৭, ০৪:৪৬ পিএম
‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারা লজ্জা ও কষ্টের’

ঢাকা: ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসর। সেবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। অবশ্য ২০০৪ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ক্যারিবীয়রা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া অস্টম আসরে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে দুইবারের ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা। বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন  দেশটির সাবেক কিংবদন্তী পেসার কার্টলি এ্যাম্ব্রোস।

স্থানীয় রয়্যাল গেজেটা পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ফাস্ট বোলার বলেন, ‘সত্যিই এটা লজ্জার। এটা অত্যন্ত কষ্টের বিষয়। ওয়েস্ট ইন্ডিজ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না- এমনটা কখনোই ভাবিনি।’

তিনি বলেন, ‘এমন ভাবতেই খুব কষ্ট হচ্ছে। কিন্তু এটাই হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছি না। সুতরাং ওয়েস্ট ইন্ডিজকে পুনরায় ক্রিকেটের শীর্ষে তোলার জন্য একটা জাতি হিসেবে এবং ক্রিকেটারদের নিজেদের ভাবতে হবে। ’

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ২০০৪ সালে একবারই শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওভালে অনুষ্ঠিত ফাইনালে সাত বল বাকি থাকতেই ২ উইকেটে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে সেবার শিরোপা জয় করেছিল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ক্যারিবিয়রা। টেস্ট ক্রিকেটে ৪০৫ উইকেট শিকার করা এ্যাম্ব্রোসের বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটিতে অনেক যোগ্য খেলোয়াড় আছে। তবে ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারছে না।

কার্টলি এ্যাম্ব্রোস বলেন, ‘যোগ্যতা ও মেধা নিয়ে কখনোই কোন প্রশ্ন নেই। বিষয়টি কেবলমাত্র আমরা প্রত্যাশা মতো ফল করতে পারছি না। সবসময়ই দলে কেউ কেউ ভালো পারফরমেন্স করে আসছে। কিন্তু আমরা যথেষ্ট ধারাবাহিক নই। র‌্যাংকিংয়ে উন্নতি ঘটাতে হলে প্রতি ম্যাচে, প্রতিটি দলের বিপক্ষেই আপনাকে ধারাবাহিক হতে হবে এবং তেমটনা শুরু করতে না পারা পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি হবে না। আমাদের অধিক ধারাবাহিক হতে হবে।’

বর্তমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জিতেছিল ২০০৪ সালে। সেটাও এই ইংল্যান্ডেই। এমনকি এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর, যেটা হয়েছিল ১৯৯৮ সালে ঢাকায়, সেখানেও ফাইনালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে খেলেছিল তারা। এছাড়া ২০০৬ সালের আসরেও ফাইনাল খেলেছিল তারা। এই প্রথমবার আইসিসির এ ইভেন্টে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে এক সময়ের প্রভাবশালী দল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে না পেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ক্যারিবিয়রা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!