• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে আজ পুরোনো ক্লাবের বিরুদ্ধে রোনালদো


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৩, ২০১৮, ০৯:৪৬ এএম
চ্যাম্পিয়ন্স লিগে আজ পুরোনো ক্লাবের বিরুদ্ধে রোনালদো

ঢাকা: তাঁর পুরোনো ক্লাবের বিরুদ্ধে নামার জন্য পুরোপুরি তৈরি ক্রিস্টিয়ানো রোনালদো। ঠিক তেমন ভাবেই তৈরি হচ্ছেন পল পগবা তাঁর পুরনো ক্লাবের সঙ্গে দ্বৈরথে। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম জুভেন্টাস। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ।

একদিকে, ওল্ড ট্র্যাফোর্ডে সিআর সেভেনের প্রত্যাবর্তন। অন্যদিকে, তাঁকে আটকানোর জন্য ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহোর রণনীতি। যদিও মাঠে বল গড়ানোর আগে এগিয়ে রোনালদোই!

৯ বছর আগে ম্যান ইউনাইটেড ছেড়েছিলেন সিআর সেভেন। কিন্তু এখনও তাঁকে নিয়ে একই রকম আবেগপ্রবণ ম্যানইউয়ের ভক্তেরা। সোমবার ম্যানচেস্টারে পৌঁছনোর পরে কেউ তুললেন ছবি। কেউ অটোগ্রাফ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেন। রোনালদো নিজেও ভাসলেন আবেগে। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগসহ অসংখ্য ট্রফি এখানে আমি জিতেছি। যে ভালোবাসা ও সাহায্য পেয়েছি, তা সারা জীবন মনে থাকবে। কখনও ভুলতে পারব না স্যার আলেক্স ফার্গুসনকে। উনাকে আমার আন্তরিক শুভেচ্ছা।’

আবেগে ভাসলেও নিজের দায়িত্ব ভোলেননি সিআর সেভেন। তাঁর কথায়, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ওদের ঘরের মাঠে খেলব আমরা। লড়াই কঠিন হলেও আমাদের অস্ত্র তৈরি। কারণ, আমরা জুভ...।’

তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়েও মুখ খুলেছেন রোনালদো, ‘দু’সপ্তাহ আগেই বিবৃতি দিয়েছিলাম, আমি একজন সুখি মানুষ। মিথ্যা কথা বলিনি। সত্যিটা যে এক দিন সামনে আসবে তা নিয়ে আমি ও আমার আইনজীবী দুজনেই আত্মবিশ্বাসী।’ তিনি যোগ করেছেন, ‘সব চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফুটবল দারুণ ভাবেই উপভোগ করছি। শুভাকাঙ্খীরা আমার সঙ্গেই রয়েছে।’

মরিনহো অবশ্য একই রকমই আছেন। ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু এদিন সংবাদ সম্মেলনে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ বলে দিয়েছেন, ‘চুক্তি শেষ না হওয়া পর্যন্ত আমি ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকতে চাই।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!