• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চ্যালেঞ্জিং সিরিজ হবে বলছেন স্মিথ


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৭, ০৭:১৩ পিএম
চ্যালেঞ্জিং সিরিজ হবে বলছেন স্মিথ

ঢাকা: চুক্তি সংক্রান্ত ঝামেলা মিটিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল এখন বাংলাদেশে। নিরাপত্তা বা চুক্তির বিষয়গুলো মাথায় রাখতে চান না অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তাঁর লক্ষ্য বাংলাদেশের মাটিতে দারুন ক্রিকেট উপহার দেওয়া। শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেছে স্মিথরা। শনিবার (১৯ আগস্ট) মিরপুরে এসে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক।

বাংলাদেশে আসতে পেরে স্মিথের কণ্ঠে উচ্ছ্বাসই ধরা পড়ল, ‘বাংলাদেশে এসে ভালো লাগছে। আমরা খুবই রোমাঞ্চিত, চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। ইদানীং বাংলাদেশ দেশের মাটিতে খুব ভালো করছে। আশা করছি আবহাওয়া ভালো থাকবে, দারুণ  ক্রিকেট দেখা যাবে।’

১১ বছর পর বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই এই দলের কারও। স্মিথের বয়স তখন আঠারো। অস্ট্রেলিয়া অধিনায়ক বলছেন, ‘দশ বছর আগের কথা (আসলে এগারো বছর)। আমার বয়স তখন আঠারো। আমি মনে করতে পারছি না কী করছিলাম। সম্ভবত নিজের ভবিষ্যতের পথ খুঁজছিলাম। নিউ সাউথ ওয়েলস দলের আশপাশেও ছিলাম না। অনেক আগের কথা। এরপর অনেক কিছু বদলেছে।’

বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে স্পিনাররা। সেটা ভালো করেই জানেন স্মিথ। এ বছরের শুরুতেই ভারত সফর করে গেছে অস্ট্রেলিয়া। এটাই স্মিথকে সাহস যোগাচ্ছে, ‘উইকেট যেমনই হোক মানিয়ে নিতে হবে। তবে বৃষ্টি ছিল, কিউরেটররা কতটুকু সময় পেয়েছেন, সেটাও একটা ব্যাপার। ম্যাচের দিনই দেখা যাবে। স্পিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সিরিজে, সম্ভবত রিভার্স সুইংও। উপমহাদেশে এ দুটো সব সময় বড় ভূমিকা রাখে। এবারও এর ব্যতিক্রম হবে না। খুবই চ্যালেঞ্জিং সিরিজ হবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!