• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জের মুখে জনশক্তি রপ্তানি


বিশেষ প্রতিনিধি জুলাই ১৬, ২০১৮, ০২:৩৫ পিএম
চ্যালেঞ্জের মুখে জনশক্তি রপ্তানি

ঢাকা : মালয়েশিয়ার বাজার বন্ধের গুজব ও মধ্যপ্রাচ্য নারীকর্মীদের নির্যাতনের খবর জনশক্তি রপ্তানীতে ধীরগতি এনেছে বলে মনে করেন ব্যবসায়িরা। যার কারণে জনশক্তি রপ্তানীর লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও মনে করেন তারা।

২০১৭ সালে ১০লাখ আট হাজার পাঁচশ পঁচিশজনকে বিভিন্ন দেশে পাঠিয়ে জনশক্তি রপ্তানীতে অতীতের সকল রেকর্ড ভাঙ্গে বাংলাদেশ। সৌদিআরব ও মালয়েশিয়ার বাজার খোলাকে এই সাফল্যের কারণ হিসেবে দেখা হয়েছে। সব চেয়ে বেশি নারী শ্রমিক ও বিদেশে গেছে এসময়।

এই বছর ১২ লাখ শ্রমিক রপ্তানীর লক্ষ্যমাত্রা ঠিক করেছিল মন্ত্রণালয়। কিন্তু বছরের অর্ধেক সময় চলে গেলেও,লক্ষ্যমাত্রার তিনভাগের একভাগও পূরণ হয়নি। চার লাখের কিছু কম শ্রমিক রপ্তানী হয়েছে। তবে বাকি ৬ মাসে কাঙ্খিত সংখ্যক শ্রমিক পাঠানো সম্ভব বলে মনে করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

কিন্তু বর্তমানে সৌদিআরব ও মালয়েশিয়ায় বাজারে শ্রমরপ্তানীর গতি না ফিরলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে মনে করেন জনশক্তি রপ্তানীকারকরা।

লক্ষ্যমাত্র অর্জনে নতুন নতুন বাজার ধরার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা।

এছাড়া বাংলাদেশী শ্রমিকদের চাহিদা বাড়াতে, দক্ষতা বৃদ্ধির উপর আরও জোর দেয়ার পরামর্শ বিশ্লেষকদের।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!