• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছাত্রত্ব নেই বেরোবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের


নিজস্ব প্রতিবেদক, রংপুর মার্চ ৬, ২০১৭, ১০:৩৩ পিএম
ছাত্রত্ব নেই বেরোবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের

ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশির ও সম্পাদক মোস্তফা মাহমুদ

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ কমিটির সভাপতি মেহেদী হাসান শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ দু’জনেরই ছাত্রত্ব নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম নুর-উন-নবী।

তিনি বলেন, ‘ছাত্রলীগের সভাপতি শিশির ও সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ দুজনই অছাত্র। অনেক আগেই তারা ছাত্রত্ব হারিয়েছে। তারা এখন আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন।’

সোমবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতাদের চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র সংঘটিত ত্রিমুখী সংর্ঘষ সম্পর্কে উপাচার্য বলেন, ‘হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির পর পর তিনবার পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গত বছর তার ছাত্রত্ব বাতিল হয়। আর সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদের ছাত্রত্ব শেষ হয়েছে আরও আগে। ফলে তাদের অপরাধের দায় একান্তই তাদের। আর সংঘর্ষ বিশ্ববিদ্যালয়ের বাইরে হওয়ায় এর দায় বিশ্ববিদ্যালয়ের নয়। তবে আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষ তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

ছাত্র না হয়েও ক্যাম্পাসে কীভাবে তারা সভা সমাবেশ করে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা ছাত্র না হলেও ছাত্রলীগের দায়িত্ব পালন করায় ক্যাম্পাসে সভা করতো। এখন সংগঠনের কার্যক্রম ও কমিটি স্থগিত করায় তারা ক্যাম্পাসে আর সভা করতে পারবে না।’

এসময় উপাচার্য ড. নুর উন নবী স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসীদের সংঘটিত এই সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

গত ৪ মার্চ সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকার লিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারিতে ছাত্রলীগ নেতারা এক লাখ টাকা দাবি করে দোকান ভাঙচুর করেন বলে অভিযোগ করেন দোকান মালিক। এই ঘটনার জের ধরে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। এতে কয়েক দফার পাল্টাপাল্টি ধাওয়া-ধাওয়িতে রণক্ষেত্রে পরিণত হওয় বিশ্ববিদ্যালয় এলাকা।

এসময় উভয় পক্ষের উত্তেজিতরা বিশ্ববিদ্যালয়ের গেটসহ বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। এতে সাংবাদিক, সাধারণ শিক্ষার্থীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এঘটনার পর বেগম দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমিটি অনির্দিষ্ট সময়ের জন্য সকল কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এদিকে ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশিরকে প্রধান আসামি করে রংপুর কোতয়ালী থানায় দুটি চাঁদাবাজির মামলা দায়ের করেছে ব্যবসায়ীরা।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!