• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রদলের কেক ঠাকুরগাঁওয়ে কাটলেন মির্জা ফখরুল


জেলা প্রতিনিধি জানুয়ারি ১, ২০১৭, ০৬:১২ পিএম
ছাত্রদলের কেক ঠাকুরগাঁওয়ে কাটলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক ঠাকুরগাঁওয়ে কাটলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নববর্ষের সূচনা লগ্নে জেলা বিএনপির কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং দেশ সুখী ও সমৃদ্ধ হবে।’ তিনি আরো বলেন, ‘ছাত্রদলে নতুন নেতৃত্ব আসতে হবে। ছাত্রদলে নতুন ছাত্র আসুক তারা ছাত্র নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাবে। আজ দেশের যে অবস্থা তাতে ছাত্রদের ভূমিকাই বড়।’

ভাষা ও স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে যা কিছু মহান যা কিছু কল্যাণকর হয়েছে তা ছাত্রদের দ্বারাই হয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং নব্বইয়ের গণতান্ত্রিক সংগ্রাম- সবকিছুতে ছাত্ররাই অগ্রণী ভুমিকা পালন করেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘তোমাদের অনেক ভাই হারিয়ে গেছে, অনেক ভাই নিহত হয়েছে। তাদের রক্তকে স্মরণ করে সংগঠনকে সচল রেখে নেতৃত্বকে বেগবান করতে হবে।’

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন স্তরের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!