• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৮ কর্মী আহত


ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ৫, ২০১৭, ০৯:৩৬ পিএম
ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ৮ কর্মী আহত

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের হামলার শিকার হয়েছেন ছাত্রলীগ কর্মীরা। লিফলেট বিতরণে বাধা দিতে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হয় তারা।

বুধবার (৫ এপ্রিল) বিকেলে ওই ঘটনায় ছাত্রলীগের আট কর্মী আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুড় ১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটকে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দাবি নিয়ে লিফলেট বিতরণ শুরু করে। লিফলেট বিতরণের নেতৃত্ব দেন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন ও তার কিছু সমর্থক নেতাকর্মী।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনের সমর্থকেরা ওই ফটকে একই লিফলেট বিতরণ করতে থাকেন। খবর পেয়ে ছাত্রলীগের বেশ কিছু কর্মী প্রধান ফটকে গিয়ে লিফলেট বিতরণে বাধা দেয় বলে দাবি করে ছাত্রদল। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীদের ধাওয়া দিয়ে ফটকের অদূরে উদ্যানতত্ত্ব কেন্দ্রে নিয়ে যায়।

সেখানে আগে থেকেই ওঁৎপেতে থাকা ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের কর্মীদের ওপর লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ছাত্রলীগ কর্মী রাসেল আহাম্মেদ, কামরুল হাসান সিদ্দিকী, হাসান বিশ্বাস, আশিক মাহমুদ, বিকাশ ঘোষ, আলমগীর রায়হান, শামীম আখতার ও ইমতিয়াজ আবির আহত হন।

এ ঘটনার পরে সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের কর্মীরা লাঠিসোটা নিয়ে প্রধান ফটকে অবস্থান করে। এ সময় তারা ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ এসে তাঁদের সড়িয়ে দেয়। পরে ছাত্রলীগের কর্মীরা প্রক্টর কার্যালয়ের সামনে গিয়ে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ওঁতপেতে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা লিফলেট বিতরণের নাটক করেছে। বিশৃঙ্খলা ঠেকাতে ছাত্রলীগের কর্মীরা হামলার শিকার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িদের বিচার দাবি করছি।

ছাত্রদলের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বলেন, সুশৃঙ্খলভাবে লিফলেট বিতরণে ছাত্রলীগের কর্মীরা বাধা দেয়। একপর্যায়ে তারা হামলা চালাতে শুরু করতে আমরা প্রতিহত করার চেষ্টা করি।

এবিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড.মো. আজহারুল ইসলাম বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এধরণের ঘটনা কাম্য নয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!