• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগকে পরগাছামুক্ত করার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০১৭, ০৭:৪৬ পিএম
ছাত্রলীগকে পরগাছামুক্ত করার নির্দেশ

ঢাকা: ছাত্রলীগকে পরগাছামুক্ত করার নির্দেশ দিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে ছাত্রলীগকে সুনামের ধারায় থাকার শপথ নিতে হবে।’

বুধবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ছাত্রলীগকে আকর্ষণীয় করে তোলার তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নেতাদের পরিচয়, আচার-আচরণ, মেধা ও যোগ্যতা দিয়ে নিজেদের আকর্ষণীয় করে তুলতে হবে।’

সাধারণ সম্পাদক আরো বরেন, ‘অনুপ্রবেশকারী পরগাছাদের ছাত্রলীগে চাই না। তারাই ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথে প্রধান বাধা। তাদের চিহ্নিত করতে হবে। কমিটি গঠন করার সময় তারা যাতে পদ না পায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসব পরগাছাই বিভিন্ন বিতর্কমূলক কাজ করে। আর বদনাম হয় শেখ হাসিনা ও ছাত্রলীগের।’

ছাত্রলীগে ত্যাগীকর্মীদের মূল্যায়নের পরামর্শ দিয়ে ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘কমিটিতে ত্যাগীরা যেন বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ছাত্রলীগে যেন ভিন্ন ভিন্ন ধারার কমিটি না হয়। ছাত্রলীগ যেন কারো ভাইয়ের পকেট কমিটি না হয়। ছাত্রলীগ ভাইয়ের বা নেতাদের হাতিয়ার না হয়। এটা চলতে দেয়া হবে না।’

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিএনপির আগামী নির্বাচনে জয়ের আশাবিলীন হয়ে গেছে। এখন তারা আবোল তাবোল বকছে। এ জন্য তাদের সব বক্তব্যের জবাব দেয়ার দরকার নেই।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুল মান্নান, বাহলুল মজনুন চুন্নু, ইসহাক আলী খান পান্না, মাঈনুদ্দিন হাসান চৌধুরী, বাহাদুর বেপারী, লিয়াকত শিকদার, মাহমুদুল হাসান রিপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, মোতাহের হোসেন প্রিন্স প্রমুখ।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!