• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা শিগগিরই


বিশেষ প্রতিনিধি মে ২৪, ২০১৮, ০২:৩০ পিএম
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা শিগগিরই

ঢাকা : সম্মেলনের ১২ দিন পরও ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়নি। তবে শিগগির দেয়া হবে বলে জানালেন নেতারা। এরই মধ্যে সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকের একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রীর হাতে পৌঁছেছে। তিনিই ঠিক করবেন ছাত্রলীগের পরবর্তী শীর্ষ দুই পদ।

ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ১০ মাস আগে। একবার তারিখ বদলে সম্মেলন হয় ১১ ও ১২ মে। তার আগে সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আবেদন করেন ৩২৩ জন। কিন্তু সম্মেলনেও নাম ঘোষণা হয়নি।

সেদিন থেকে অপেক্ষার শুরু। এখনো সেই কমিটির দেখা নেই। দেরি হওয়ায় নিজেদের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুড়ি।

আওয়ামী লীগ নেতারা বলছেন, ছাত্রলীগের শীর্ষ দুই পদে এত বেশি প্রার্থী হওয়াটা হতাশাজনক। এতে বোঝা যায় নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসে ঘাটতি রয়েছে। সে কারণেই প্রধানমন্ত্রী দেখে শুনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঠিক করছেন।

তিনি বলেন এমন কমিটি করা হবে যাতে নির্বাচনী বছরে ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন না হয়।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!