• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভির কারাগারে


নোয়াখালী প্রতিনিধি জুলাই ১৮, ২০১৮, ০৩:২৮ পিএম
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভির কারাগারে

মাজেদুল হক তানভির

নোয়াখালী : দলীয় কোন্দলের মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভিরকে কারাগারে পাঠিয়েছে আদালত। মাজেদুল হক তানভির ২০১৪ সালে তৎকালীন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত একটি পুরনো মামলার এজাহারভুক্ত আসামি।

 এ মামলার গ্রেপ্তারি পরোয়ানায় মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে নোয়াখালীর ৪নং বিচারিক আদালতে মাজেদুল হক তানভির আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন। তানভির নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি আলহাজ মোরশেদ আলমের সমর্থক হিসেবে পরিচিত।

এদিকে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভিরকে কারাগারে পাঠানোর খবর দ্রুত নেতা-কর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সেনবাগ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তার সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!