• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছাত্রী অপহরণ মামলায় ১৪ বছরের কারাদণ্ড


শেরপুর প্রতিনিধি সেপ্টেম্বর ২১, ২০১৭, ১১:০৯ পিএম
ছাত্রী অপহরণ মামলায় ১৪ বছরের কারাদণ্ড

শেরপুর: জেলার ঝিনাইগাতী উপজেলায় দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৭) অপহরণের অভিযোগে দুই যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- উপজেলার কুচনিপাড়া গ্রামের লোকমান হোসেন (২৬) ও বিকম মিয়া (২২)। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লোকমানের বাবা কামাল উদ্দিনসহ মামলার অপর চার আসামিকে খালাস দেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৩ মার্চ সকাল ১০টার দিকে ওই ছাত্রীটি বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার সময় লোকমান হোসেন ও বিকম মিয়া আরো চারজনকে সঙ্গে নিয়ে তাকে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে লোকমান ও বিকম মিয়াসহ ছয়জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন।

পরে ওই বছরের ৫ মে ঝিনাইগাতী থানা পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই মাদরাসা ছাত্রী। পরে জেলা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। মামলার তদন্ত শেষে ঝিনাইগাতী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া রাষ্ট্রপক্ষে এবং মো. সিরাজুল ইসলাম আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!