• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্রী ধর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন


নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০১৭, ০৫:৩৬ পিএম
ছাত্রী ধর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন

ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম জানিয়েছেন, বনানীর রেইন ট্রি হোটেলে ছাত্রী ধর্ষণের ঘটনায় মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। শনিবার (১৩ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, 'দ্য রেইন ট্রি' হোটেলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যে কক্ষগুলোতে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, তা বন্ধ ছিল। বিষয়টি নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। সব কিছু মিলেই প্রতিবেদনে দেয়া হবে।

শনিবার সকাল ১০টার দিকে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম ও সদস্য শরীফ উদ্দিন হোটেলটি পরিদর্শনে যান।

এর আগে ওই হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মানবাধিকার কমিশন অভিযোগ আমলে নেয়। দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে কমিশনের চেয়ারম্যান পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

কমিটির সদস্যরা হলেন- কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, অবৈতনিক সদস্য নুরুন নাহার ওসমানী, এনামুল হক চৌধুরী, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরীফ উদ্দীন ও সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) এম রবিউল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!