• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ছাত্রীর শ্লীলতাহানি ধামাচাপা: শিক্ষকের ওপর হামলা


মাগুরা প্রতিনিধি নভেম্বর ২০, ২০১৬, ০৭:০৪ পিএম
ছাত্রীর শ্লীলতাহানি ধামাচাপা: শিক্ষকের ওপর হামলা

মাগুরা : মাগুরা সদর উপজেলার কাটাখালি হাইস্কুলে দপ্তরী মাজেদ মণ্ডল ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় তার উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১৯ নভেম্বর) রাতে ৫ জনকে আটক করেছে পুলিশ।

প্রধান শিক্ষক সাহা বিমল চন্দ্র সাংবাদিকদের জানান, শ্রেণি কক্ষে স্কুলছাত্রীকে একা পেয়ে দপ্তরী মাজেদ মণ্ডল শ্লীলতাহানি করে। ওই ছাত্রী প্রথমে এ ঘটনাটি মৌখিকভাবে প্রধান শিক্ষককে জানায়, পরে লিখিতভাবে অভিযোগ দাখিল করে। দপ্তরী মাজেদ মণ্ডল ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্যে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজনের সাথে টাকার বিনিময়ে চুক্তি করে। সে মোতাবেক ওই চক্রটি শনিবার স্কুলের অফিস কক্ষে ঢুকে ছাত্রীর দাখিলকৃত অভিযোগপত্র তাদের কাছে ফেরত দেয়ার জন্যে প্রধান শিক্ষককে চাপ দেয়। এতে রাজী না হওয়ায় সংঘবদ্ধ চক্রটি প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। এরপর শনিবার রাতে প্রধান শিক্ষক এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ হামলাকারীদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- স্কুলের পার্শ্ববর্তী গ্রামের আব্দুল ওহাব, সমিরুল, আতর আলী, শামসুর রহমান ও হাশেম আলী।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!