• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাদবাগানে আগ্রহ বাড়ছে নগরবাসীর


নিউজ ডেস্ক জুলাই ৭, ২০১৮, ০১:১৩ পিএম
ছাদবাগানে আগ্রহ বাড়ছে নগরবাসীর

ঢাকা: রাজধানীর বেশিরভাগ ভবনের ছাদ পড়ে আছে ফাঁকা। তবে সাম্প্রতিক সময়ে এসব ছাদ সবুজ করে তুলতে আগ্রহ বাড়ছে নগরবাসীর। ছাদবাগানে উৎসাহ দিতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

ফল, ফুলের গাছ যেমন আছে তেমনি আছে সবজি এবং ঔষুধি গাছ। ক্যাকটাস, বনসাই, অর্কিড ও দেশীয় ফুলের সহাবস্থান ধানমন্ডির ফেরদৌস আরার বাড়িতে। বাদ যায়নি ছাদের কার্নিশ, বারান্দা এবং সিঁড়িও।

বাড়ির মালিক ছাড়াও যারা ভাড়া বাসায় থাকেন অথবা সরকারী কোয়ার্টারে তাদের অনেকেই ছাদে গাছ লাগাতে আগ্রহী হয়ে উঠছেন।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, ছাদের বড় অংশ সবুজে ঢাকা থাকলে সেখানে বায়ুর গড় তাপ হবে ৩২ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। যেখানে বাগান ছাড়া ছাদের বায়ুর গড় তাপ পৌঁছায় ৩৫ দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া ছাদবাগানের বাড়িতে আশপাশের পরিবেশ চেয়ে প্রায় ৭০ পিপিএম কার্বন-ডাই-অক্সাইড কম থাকে।

ছাদবাগানকে জনপ্রিয় করতে কাজ করছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। এমন এক সংগঠন গ্রীন বাংলাদেশের অনলাইনে সদস্য প্রায় ৫০ হাজার।

চারা বিতরণ ছাড়াও ছাদকৃষি ও গাছের পরিচর্যা বিষয়ক পরামর্শ দিতে নাইনটি মিনিট স্কুল গড়ে তুলেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এএফএম জামাল উদ্দীন।

নগরের ভবনের ছাদ সবুজ করতে করছাড় দিচ্ছে সিটি করপোরেশনও। দক্ষিণ ঢাকায় এ ধরনের বাগান গড়ে তুললে ১০ শতাংশ হোল্ডিং কর রেয়াত (ছাড়) পাচ্ছেন ভবন মালিকেরা।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!