• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিনতাইকালে ৫ পুলিশ সদস্যকে গণধোলাই


টাঙ্গাইল প্রতিনিধি ডিসেম্বর ৪, ২০১৭, ১০:৩৯ পিএম
ছিনতাইকালে ৫ পুলিশ সদস্যকে গণধোলাই

প্রতীকী ছবি

টাঙ্গাইল: গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাইকালে স্থানীয় জনতার গণধোলাইয়ের শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় গোপালপুর থানার এসআই আশরাফ আলীর নেতৃত্বে সাদা পোশাকে পাঁচ পুলিশ সদস্য সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এসময় ওই গরু ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ছিনতাইকারী ওই পাঁচ পুলিশকে গণধোলাই দিয়ে টাকা উদ্ধার করে।

এ সময় ওই পুলিশ সদস্যরা প্রাণ রক্ষার জন্য স্থানীয় হাদিরা ইউনিয়ন পরিষদের সদস্য জয়নালের বাড়িতে আশ্রয় নেয়। এদিকে পুলিশের ছিনতাইয়ের খবর শুনে ওই বাড়ি ঘেরাও করে স্থানীয় জনগণ। পরে গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ি থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হাদিরা ইউপি সদস্য জয়নাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

গোপালপুর থানার সেকেন্ড অফিসার এসআই হাসান জামিলও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!