• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গি আতঙ্ক: শুটিং ফেলে ঢাকায় শাকিব খান!


বাবুল হদয় আগস্ট ১৬, ২০১৭, ০৫:৪৮ পিএম
জঙ্গি আতঙ্ক: শুটিং ফেলে ঢাকায় শাকিব খান!

ঢাকা: ‘১৪ আগস্ট থেকেই প্রশাসন বলছে কক্সবাজারে নাকি জঙ্গি হামলার আশংকা রয়েছে। যার কারণে শুটিং বন্ধ রাখতে হয়েছে। পরিস্থিতিরি উন্নতি হলে শুটিং করা যাবে। গত সোম ও মঙ্গল এ দুদিন কক্সবাজারে ছিলাম। শুটিং হয়নি। আজও অনুমতি পাইনি। তাই আমি বিমানে ঢাকায় ফিরছি।’-জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শাকিব খান

সোমবার (১৪ আগস্ট) সকাল থেকে কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকতে ‘আমি নেতা হব’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক শাকিব খানের। কিন্তু সোমবার সন্ধ্যায় কক্সবাজার পৌঁছান তিনি। জঙ্গি আতঙ্কের কারণে সেদিন আর শুটিং হয়নি। এরপর মঙ্গলবার (১৫ আগস্ট) শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকার পান্থপথে অভিযানে এক জঙ্গি নিহত হওয়ার ঘটনার পর সারা দেশে বাড়তি সতর্কতার নেওয়ায় সেদিনও শুটিং হয়নি। আজও (১৬ আগস্ট) পরিস্থিতির বদল না হওয়ায় ঢাকায় ফিরছেন শাকিব-মিমসহ ছবির পুরো ইউনিট।

এ বিষয়ে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘পুরো শুটিং ইউনিট রাতেই ঢাকায় ফিরছি। এই চারদিনে আমার প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু শুটিং করতে পারিনি। প্রশাসন বলছে, কক্সবাজারে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে।ঢাকায় আসার পর আমরা সিদ্ধান্ত নেব, এ অংশের শুটিং কবে করব।’

কক্সবাজারে জাতীয় শোক দিবসের একটি অনুষ্ঠানে শাকিব

কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঢাকার পান্থপথে অভিযানে এক জঙ্গি নিহত হওয়ার ঘটনার পর সারা দেশে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, কক্সবাজারের সমুদ্রসৈকতেও জঙ্গি হামলা হতে পারে। তাই আমরা শুটিং না করতে অনুরোধ করেছি। করলে কোনো দায়ভার পুলিশ নেবে না। তবে পরিস্থিতি বদলালে শুটিং করতে পারবে।’

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!