• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে অভিযান


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মে ২৪, ২০১৭, ১০:৪১ এএম
জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে অভিযান

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার তিনটি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রাম তিনটি হলো চাঁনপুর শিমুলতলা বালুগ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে আজ বুধবার (২৪ মে) ভোর থেকে তিনটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর মধ্যে একটি বাড়িতে ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ওই উপজেলা থেকে অস্ত্র, বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী তিনটি বাড়ি ঘেরাও করে র‍্যাব। আটক ব্যক্তিদের নাম জানানো হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫–এর অধিনায়ক এনামুল করিম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রাতে তিন ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকা থেকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গি আস্তানা সন্দেহে তিনটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে একটি বাড়িতে তল্লাশি শুরু করা হয়েছে।

এনামুল করিম জানান, বাজারপাড়া এলাকা থেকে আটক তিন ব্যক্তির কাছ থেকে তিন কেজি গানপাউডার, একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ২৬ এপ্রিল ভোর থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে। বিকালে ঢাকা থেকে সোয়াট টিম পৌঁছানোর পর শুরু হয় অপারেশন ঈগল হান্ট। পরদিন ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। ওই অভিযানে আত্মঘাতী হয়ে আস্তানাটি ভাড়া নেওয়া আবুসহ চার জঙ্গি নিহত হয়। এছাড়া, জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও আবুর ছোট মেয়ে চার বছর বয়সী সাজিদা খাতুনকে উদ্ধার করা হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!