• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গি সন্দেহে নাটোরে নারীসহ আটক ১৯


নাটোর প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০১৮, ০৩:১৯ পিএম
জঙ্গি সন্দেহে নাটোরে নারীসহ আটক ১৯

প্রতীকী ছবি

নাটোর : জেলার বড়াইগ্রাম উপজেলায় জঙ্গি সন্দেহে তিন নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামের হাসান আলীর বাড়িতে গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়। তবে আটককৃতরা নিজেদেরকে হিজবুত তাওহিদের কর্মী বলে দাবি করেছেন।

আটকরা হলেন- উপজেলার নটাবাড়ীয়া গ্রামের হাসান আলীর ছেলে সোহেল রানা (৩৬), আফতাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩২), শাহজাহান আলীর ছেলে আবদুস সালাম (৩৫), বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে বিপ্লব হোসেন (৩২) ও আবদুর রাজ্জাক (২৭), আবদুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেন (৩২), বনপাড়া গ্রামের আকবর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৯), কালিকাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আবদুস সবুর খান (৩৫), আগ্রাণ গ্রামের শফিক উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৪৪), পাবনার চাটমোহর উপজেলার চকপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৩৫), সদর থানার চরগোবিন্দপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১), রাজশাহী জেলার রাজপাড়া থানার বিলশিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৪৫), মতিহার থানার শ্যামপুর এলাকার ওবায়দুর রহমানের ছেলে রবিউল করিম (৪৫), বোয়ালিয়া থানার তালাইমাড়ি এলাকার সোনা শেখের ছেলে তোতা শেখ (৫০), বগুড়া জেলার গাবতলী থানার দূর্গাপুর গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), ঝিনাইদহের মহেষপুর গ্রামের আলী কদরের ছেলে শামসুজ্জামান মিলন (৩০), নরসিংদি জেলার সদর থানার পাথরপাড়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী আফরোজা বেগম (৩৫), মেহেরপুর জেলার গাংনী থানার দেবীপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে বেনু বেগম (৩৬) ও রাজশাহী জেলার চারঘাট থানার বালুদিয়ার গ্রামের ইদ্রিস আলীর মেয়ে লাভলী বেগম (৩৪)।

বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, আটকরা নিজেদেরকে হিজবুত তাওহিদের কর্মী বলে দাবি করছে। বাস্তবে তারা কী করে এবং কী উদ্দেশে সভা করছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!