• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গি সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৭, ০৭:০৫ পিএম
জঙ্গি সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ

রাজশাহী : জঙ্গি তৎপরতা সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর শাহ মখদুম থানার উদ্যোগে ওপেন হাউস-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই নির্দেশ দেন।

আরএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে। কিন্তু পুলিশ বিভাগের সক্রিয়তার কারণে তারা সফল হতে পারছে না। এ জন্য চলমান জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান কমিশনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, আরএমপির উপ-কমিশনা (সদর) তানভির হায়দার চৌধুরী। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

এছাড়াও নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!