• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গি সাদ্দাম উত্তরবঙ্গ নব্য জেএমবির প্রধান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০১৭, ০২:৫৯ পিএম
জঙ্গি সাদ্দাম উত্তরবঙ্গ নব্য জেএমবির প্রধান

রাজধানীর মোহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাদ্দাম হোসেন ওরফে রাহুল ছিল উত্তরবঙ্গের নব্য জেএমবির প্রধান। ১০টি মামলার আসামি ছিল সাদ্দাম। এর মধ্যে পাঁচটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল সে। মামলাগুলো হলো, রংপুরে ওসিও কুনিও, রহমত আলী খাদেম, বাহাই রুহুল আমিন, পঞ্চগড়ের দেবীগঞ্জ মঠের প্রধান এবং কুড়িগ্রাম হোসেন আলী হত্যা মামলার।

ওই পাঁচটি মামলা ছাড়াও গাইবান্ধার ডাক্তার দিপ্তী, সাঘাটের রাব্বি হত্যা, গোবিন্দগঞ্জের তরুণ দত্ত হত্যা,  নীলফারীর কারবালার খাদেম হত্যা চেষ্টা ও দিনাজপুরের চিরিরবন্দরের ডাক্তার বিরন্দ্র হত্যাচেষ্টা মামলার আসামি ছিল সাদ্দাম।

দেবীগঞ্জ থানার ওসি সুকুমার মোহন্ত জানিয়েছেন, সাদ্দামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট থানার চর বিদ্যানন্দ গ্রামে। তার বাবার নাম পাচু আলম ও মা জোবেদা খাতুন।

যদিও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, সাদ্দামের বাড়ি গাইবান্ধায়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!