• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিদের তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার’


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০১৬, ০৭:০৭ পিএম
‘জঙ্গিদের তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার’

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, কোনো জঙ্গি যদি তার দলের ব্যাপারে তথ্য দেয় এবং নিজের কৃতকর্মের দায় স্বীকার স্বাভাবিক জীবনে ফিরতে চাই তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার হবে। এ ছাড়া তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

এছাড়া যে কেউ জঙ্গিদের ব্যাপারে নিশ্চিত তথ্য দিলে তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।

বগুড়ায় জঙ্গিবিরোধী অভিযান শেষে সোমবার (১৮ জুলাই) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ে র‌্যাব ডিজি এ ঘোষণা দেন।

তিনি বলেন, কোনো জঙ্গি যদি স্বাভাবিক জীবনে ফিরে এসে তার দল বা জঙ্গি কার্যক্রম সম্পর্কে তথ্য দেয় তাহলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার এবং তাকে ও তার পরিবারকে নিরাপত্তা দেয়া হবে।

এ সময় বেনজীর আহমেদ জানান, শোলাকিয়ায় হামলাকারী শফিউলসহ অন্যান্য স্থানে হামলাকারী জঙ্গিরা বগুড়ার সারিয়াকান্দির টেংরাকুয়ারা জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে। জঙ্গিবিরোধী অভিযানে এই প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!