• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিদের ভিডিও পোস্ট, লাইক, শেয়ার করলেই মামলা’


বিশেষ প্রতিনিধি জুলাই ৬, ২০১৬, ১০:৩৬ পিএম
‘জঙ্গিদের ভিডিও পোস্ট, লাইক, শেয়ার করলেই মামলা’

গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার পর ফের হুমকি দিয়ে ভিডিওবার্তা প্রকাশ করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। এই ভিডিওচিত্রে তিন বাঙালি ‘হুমকি বার্তা’ দিতে দেখা গেছে। এসব ভিডিও খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
 
তবে সাবধান, কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট, শেয়ার বা লাইক দেয়া তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলাও করা হবে।
 
বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় বিতর্কিত ওয়েবসাইট ‘সাইটে’ প্রকাশের পর গণমাধ্যমে এ সম্পর্কে একটি বিজ্ঞপ্তি পাঠায় পুলিশ সদস দফতরের ডিআইজি (মিডিয়া) একেএম শহীদুর রহমান।
 
তিনি বলেন, কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট, শেয়ার বা লাইক দিলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে নজরদারি শুরু হয়েছে বলেও জানান তিনি।
 
রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে একদল সসস্ত্র জঙ্গি ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্টুরেন্টটি নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।
 
অভিযানে ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার এবং ২০ জনের জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ১৭ জনই বিদেশি। বাকিরা বাংলাদেশি। এ ছাড়া জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে নিহত হন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন খান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

 

Wordbridge School
Link copied!