• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জঙ্গিবাদ নয়, গনতন্ত্রই দেশ উন্নয়নের আসল পন্থা


মাগুরা প্রতিনিধি ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ০৫:৩১ পিএম
জঙ্গিবাদ নয়, গনতন্ত্রই দেশ উন্নয়নের আসল পন্থা

মাগুরা: জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, জঙ্গিবাদ করে কখনো ক্ষমতায় আসা যাবে না। এখনও সময় আছে সন্ত্রাস ও জঙ্গিবাদ ছাড়ুন দেশের মানুষকে ভালোবাসা দিন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজতান্ত্রিক দল (জাসদ) অয়োজিত উপজেলা শাখা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরিন আখতার এমপি আরো বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আগামী  জাতীয় নির্বাচন। আর বিএনপিকে এই ইসির অধীনেই নির্বাচনে অংশ গ্রহন করতে হবে।

জঙ্গিনেত্রী খালেদা জিয়াকে পরাজিত করতে সবাইকে জাসদের পতাকা তলে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের শালিখা উপজেলা শাখার সভাপতি মো. আতিয়ার রহমান জোয়াদ্দারে সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

সম্মেলন শেষে মো. আতিয়ার রহমান জোয়াদ্দারকে সভাপতি ও মো. আশরাফ আলীকে সাধারণ সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!