• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিবাদ মোকাবিলায় সবার সহযোগিতা দরকার’


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০১৬, ০৫:৩৯ পিএম
‘জঙ্গিবাদ মোকাবিলায় সবার সহযোগিতা দরকার’

পুলিশের মহা-পরিদর্শক  (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘কে কোন দলের, কে কোন মতের সেটা বড় কথা না। ত্রাস সৃষ্টিকারী, জঙ্গিবাদীদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাই। এজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার।’

রোববার (১৭ জুলাই) দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান আইজিপি শহীদুল হক।

তিনি আরও বলেন, সবাইকে ‘যার যার অবস্থানে থেকে’ সঙ্কট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।

আইজিপি বলেন, আমাদের যার যার অবস্থান থেকে এই সঙ্কট মোকাবেলা করা উচিত। আপনাদের পাশে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার নতুন নতুন তথ্য আসার প্রেক্ষাপটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক’ মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন আইজিপি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম 

Wordbridge School
Link copied!