• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্ববাসী পাশে আছে’


নিজস্ব প্রতিবেদক জুলাই ২৩, ২০১৬, ০৯:৪৭ পিএম
‘জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্ববাসী পাশে আছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ একা নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বিশ্ববাসী আমাদের পাশে আছে। এ দেশের জনগণ সচেতন থাকলে কখনোই বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। সন্ত্রাস দমনে সারা বিশ্ব বাংলাদেশের পাশে আছে’   

শনিবার (২৩ জুলাই) রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।  

জনতার শক্তিই সব চেয়ে বড় শক্তি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। জনগণ যে কোনো দুর্যোগ-দুর্বিপাকে প্রতিরোধ গড়ে তুলেছে।’

গুলশান ও শোলাকিয়া সন্ত্রাসী হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই যে পহেলা জুলাই ঢাকায় হামলা চালানো হলো। কীভাবে তারা মানুষকে এমন নৃশংসভাবে হত্যা করে, এভাবে মানুষ মেরে তারা কী প্রতিষ্ঠা করতে চায়? ঈদের নামাজে হামলা করে তারা কী প্রমাণ করতে চায়?’

গুলশান হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সময়োচিত পদক্ষেপ নিয়েছে সে সময়। গুলি নিক্ষেপের পরপরই আমাদের পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে গেছে। যে যেখানে ছিল, সবাই ঘটনাস্থলে চলে গেছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের বাহিনীগুলোর তৎপরতায় আমরা ১৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। হামলাকারীদের মরদেহ আমরা রেখেছি। হামলাকারীদের পেছনে কারা আছে তা খুঁজে বের করতে হবে।’

এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাস দমনে শেখ হাসিনার পাশে থাকার আশ্বাস দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা বলেন। এসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুক্ত ছিলেন।

অনুষ্ঠানে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার করে মোদি বলেন, নিজেকে কখনো একা ভাববেন না, এমন পরীক্ষার সময় (সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই) ভারত আপনার পাশেই আছে।

এদিকে, আজকের বৈঠকে বিএনপির ঐক্যের বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরা হবে। এছাড়া আওয়ামী লীগের এমপি-মন্ত্রী সন্ত্রাসবিরোধী ঐকমত গড়ে তুলতে এলাকায় যাওয়ার বিষয়ে নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির প্রায় সব সদস্য উপস্থিত আছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!