• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘জঙ্গিবাদে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতায় শিক্ষকরাই দায়ী’


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩০, ২০১৬, ০৪:২৬ পিএম
‘জঙ্গিবাদে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতায় শিক্ষকরাই দায়ী’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম শিক্ষার্থীদের জঙ্গিবাদে ঝুঁকে পড়ার জন্য শিক্ষকদের ব্যর্থতাকে দায়ী করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘শিক্ষকরাই দায়ী। কাজেই আমি মনে করি আমাদের প্রত্যেকটি শিক্ষকের পেছনটা দেখা উচিত এবং অন্যান্য ক্ষেত্রেও সব জায়গাতেও এখন আর খাতিরের সময় নাই। এখন আর এই প্রশ্রয় দেয়ার কোনো সময় নাই।…এই মওদুদীবাদের শিক্ষা যদি আমরা উৎখাত না করতে পারি তাহলে কিছুই হবে না।’

আজ শনিবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত ‘ইসলামের আলোকে জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এইচ টি ইমাম এসব কথা বলেন।

তিনি বলেন, নামী অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পরিবেশ নেই। সিলেবাস ও পাঠদানে সঠিক শিক্ষা দেয়া হয় না বলেই শিক্ষার্থীরা বিপথে যাচ্ছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে আলেম ওলামা, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!