• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জনগণকেও সীমান্ত রক্ষা করতে হবে


লালমনিরহাট প্রতিনিধি এপ্রিল ২৮, ২০১৮, ১০:২৬ পিএম
জনগণকেও সীমান্ত রক্ষা করতে হবে

লালমনিরহাট : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেছেন,‘সীমান্ত হত্যা আগের চেয়ে অনেক কমে গেছে,এবার  মাদক-চোরাচালানও কমে যাবে । সীমান্ত শুধু বিজিবি কর্মীরা   রক্ষা করবে  না  জনগণকেও সীমান্ত রক্ষায় বিজিবির  সহায়তা করতে হবে’।

শনিবার  (২৮ এপ্রিল)  বিকেলে লালমনিরহাটের  হাতীবান্ধা উপজেলার ঠাংঝাড়া বিজিবি ক্যাম্প পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে সাথে মতবিনিময় কালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল  বলেন, আপনাদের সাথে কথা বলে আমি আনন্দিত। ক্ষতি গ্রস্থ রাস্তা ঘাটের বিষয়ে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব । আপনারা বিজিবির জন্য দোয়া করবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রংপুর ৭ ব্যাটালিয়নের পরিচালক লেঃ  কর্ণেল মোস্তাফিজুর   রহমান,  সেক্টর   কমান্ডার আজিজুল  কাহার,  রংপুর  লেঃ  কর্ণেল অপারেশন ডায়রেক্টর হাসান মোরশেদ, বিগ্রেডিয়ার কমান্ডার নাহিদুল ইসলাম প্রমুখ।

পরে বিজিবি মহাপরিচালক পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ডাংঙ্গাটারী বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে রংপুরের দিকে রওনা করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!