• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বিএনপি


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০১৭, ০৫:০৫ পিএম
জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চায় বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতায় গেলে জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দিতে বিএনপির ‘ভিশন-২০৩০। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষিত করতে চায় বিএনপি। বুধবার (১০ মে) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে ‘ভিশন ২০৩০’ তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সংবাদমাধ্যমকে জানান, ক্ষমতায় গেলে দেশ কীভাবে পরিচালনা করা হবে, তার একটি  রূপরেখা বুধবার বিকেলে ‘ভিশন-২০৩০’ ঘোষণার মাধ্যমে তুলে ধরবেন দলীয় নেত্রী খালেদা জিয়া।

এ বিষয়ে তিনি বলেন, দেশকে কীভাবে সামনে নিয়ে যেতে হবে, মানুষের মৌলিক অধিকারগুলো কীভাবে নিশ্চিত করা হবে, এর সব কিছু থাকবে ‘ভিশন-২০৩০’ ঘোষণায়।

গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ রূপকল্পের অনুমোদন দেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!