• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জন্মদিনে ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গ


আন্তর্জাতিক ডেস্ক মে ১৫, ২০১৬, ০৬:২৬ পিএম
জন্মদিনে ফেসবুক প্রতিষ্ঠাতা জুকারবার্গ

নিজের ৩২তম জন্মদিন পালন করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ফেসবুকের সদর দপ্তরে তাঁর জন্য একটি ছোট পার্টি আয়োজন করা হয়েছিল। সহকর্মীদের কাছ থেকে বহু উপহার পেলেও, সব থেকে দামি উপহারটা তাঁকে দিলেন ছোট্ট ম্যাক্সিমা। বাবা কেক কাটার আগে হঠাৎই মা প্রিসিলার সঙ্গে সেখানে উপস্থিত হয় সে। আদরের ম্যাক্সকে পাশে নিয়েই জন্মদিনের কেক কেটেছেন তিনি। সেই ছবি ফেসবুকেও দিয়েছেন। অন্যদিকে নিজের জন্মদিনেই বয়সের নিরিখে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি নির্বাচিত হলেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫১‌৮০ কোটি মার্কিন ডলার। একটি হিসেব বলছে, গড়ে প্রতিদিন ৪৪ লাখ ডলার মূল্যের সম্পদ উপার্জন করেছেন তিনি। এই গ্রহের যে কারও চেয়ে বেশি। দ্বিতীয় স্থানে বিরল গেটস। যাঁর গড় দৈনিক উপার্জন ৩৫ লক্ষ ডলার। মেয়ের জন্মের পর মার্ক ও প্রিসিলা তাঁদের ফেসবুকের শেয়ারের ৯৯ শতাংশ, ভারতীয় মূল্যে যা প্রায় ৪,৫০০ কোটি টাকা, বিশ্বের দুঃস্থ শিশুদের জন্য দান করেছেন।‌‌‌ সূত্র: আজকাল

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School
Link copied!