• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জন্মদিনে শুভেচ্ছার জবাবে কী বললেন শেবাগ?


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০১৭, ০৩:১৮ পিএম
জন্মদিনে শুভেচ্ছার জবাবে কী বললেন শেবাগ?

ঢাকা: তাঁর ব্যাটিং ছিল সেরা বিনোদন। বিরেন্দ্র শেবাগের ব্যাটিং দেখে ক্রিকেট পিপাসুদের পয়সা উসুল হতো। ভারতীয় ড্যাশিং ওপেনার অনেকদিন হলো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তারপরও নিয়মিত টুইট করে খবরের শিরোনাম হন শেবাগ। ব্যাট হাতে যেমন তিনি প্রতিপক্ষ বোলারদের স্রেফ আছড়ে ফেলতে সীমানার বাইরে, একইভাবে মুখও তাঁর চলে সমান তালে।

শুক্রবার নজাফগড়ের নবাব বীরেন্দ্র শেবাগের জন্মদিন। ৩৯ বছর  হয়ে গেল তাঁর। অন্যের জন্মদিনে তিনি যেমন মজার মজার টুইট করেন, নিজের জন্মদিনে শুভেচ্ছাবার্তার উত্তর দিতে গিয়েও তেমনই মজা করলেন শেবাগ। কাউকে ডাকলেন ‘ছোটা চেতন’ বলে! কাউকে বললেন, ‘লাগে রহো’।

জন্মদিনের শুভেচ্ছা জানাতেই, সুরেশ রায়নাকে উদ্দেশ্য করে শেবাগ লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ সুরেশ। লাগে রহো। ওয়াকত জরুর আয়েগা।’ অর্থাৎ রায়নাকে দলে ফিরে আসার লড়াইটা চালিয়ে যেতে বলেছেন শেবাগ। পার্থিব প্যাটেলের বার্তার জবাবে লিখেছেন, ‘ডিয়ারেস্ট ছোটা চেতন, অসংখ্য ধন্যবাদ’। আবার অনিল কুম্বলের প্রতি ধরা পড়েছে শ্রদ্ধা। শেবাগ লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ অনিল ভাই। তোমার অনেক সাহায্য পেয়েছি।’

রবীন্দ্র জাদেজা শেবাগের ঢঙে শুভেচ্ছা জানিয়েছেন, ‘ক্র্যাকার্স তো এমনিতেই বদনামের ভাগীদার। আসল ধামাকা তো করে বীরেন্দ্র শেবাগ। হ্যাপি বার্থ ডে বীরু। সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান।’ ক্রিস গেইল শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে লিজেন্ড।’ অসংখ্য শুভেচ্ছাবার্তা এসেছে শেবাগের জন্মদিনে। তিনি কাউকেই জবাব দিতে ভোলেননি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!