• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘জবাবদিহির ব্যবস্থা থাকলে দুর্নীতি রোধ হবে’


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০১৮, ০৯:৩৬ পিএম
‘জবাবদিহির ব্যবস্থা থাকলে দুর্নীতি রোধ হবে’

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ক্ষমতার জায়গায় জবাবদিহির ব্যবস্থা থাকলে দুর্নীতি রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। প্রাতিষ্ঠানিক ও পারিবারিক পর্যায়ে শুদ্ধাচার চর্চা দুর্নীতি প্রশমন করে।’

শুক্রবার (২৩ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে ‘Corruption and Anti Corruption : Challenges And Opportunities’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্নীতি রোধে সেবাদাতা ও সেবাগ্রহীতার মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও মাধ্যমে তথ্য আদান-প্রদান সহজতর করা প্রয়োজন। দেশের সব মানুষের প্রয়োজন মেটানোর মতো যথেষ্ট সম্পদ আছে। কিন্তু মাত্র দুর্নীতিবাজ একজন মানুষেরও লোভ মেটানোর মতো যথেষ্ট সম্পদ নাই। এ সময় তিনি দুর্নীতি রোধে সচেতনতার পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সেমিনারে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ জাবি ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- ডেপুটি টিম লিডার সিহাব, সুম্মা, মাহবুব, আরিফ, নাসির, রেখা, হাবিব, আজমীর প্রমুখ।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!