• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জবি আইন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ


জবি প্রতিনিধি আগস্ট ১০, ২০১৭, ১০:০৮ পিএম
জবি আইন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে "জগন্নাথ বিশ্ববিদ্যালয় ল এ্যালামনাই এসোসিয়েশন" (JnULAA) ২০১৭ গঠন করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আক্কাস ও ল্যান্ড ল আ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান খ্রীষ্টিন রিচার্ডসনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিলন হোসেনকে আহ্বায়ক ও আশরাফুজ্জামান বাবু নিলয়কে সদস্যসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যবৃন্দ হলেন- আব্দুর রাজ্জাক, মাহফুজুর রহমান, আবু বকর সিদ্দিক, শেখ মো. হাবিবুল্লাহ, মেহেদি হাসান, আবু সুফিয়ান, রাশেদুল হক, মো. সোহানুর রহমান, আব্দুর রউফ খান, রোমানা রোজী, মো. শাকিল আহমেদ, আবুল কাশেম, মো. শফিকুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!