• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবি প্রেসক্লাবের দুই দিনব্যাপী কর্মশালা শুরু শুক্রবার


জবি প্রতিনিধি নভেম্বর ২৩, ২০১৭, ০৯:৪৪ পিএম
জবি প্রেসক্লাবের দুই দিনব্যাপী কর্মশালা শুরু শুক্রবার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দুই দিনব্যাপী কর্মশালা শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫টি সেশনে ভাগ হয়ে চলবে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জবি প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক জগেশ রায় স্বাক্ষরিত এক সংবাদি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে জানানো হয়, প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের লেখার হাতকে আরো শানিত করার লক্ষ্যে আগামী ২৪ ও ২৫ নভেম্বর (শুক্র ও শনিবার) দুই দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।  উক্ত কর্মশালায় প্রেসক্লাবের সদস্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশাতাধিক শিক্ষার্থী অংশ নেয়ার লক্ষ্যে রেজিষ্ট্রেশন করেছে।

কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেয়া হবে জানানো হয়েছে।

এছাড়া কর্মশালায় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকসহ দেশের বেশ কয়েকজন সুনামধন্য সাংবাদিক বিভিন্ন সেশনে উপস্থিত থাকবেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!