• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


জবি প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৭:৩১ পিএম
জবির  ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)  ‘বি’ ইউনিটের কলা অনুষদ, সামাজিকবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজেস (আইএমএল) অন্তর্ভুক্ত  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত একযোগে মোট ৮টি পরীক্ষা কেন্দ্রে  ‘বি’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।

এবার ৭৭৮টি আসনের বিপরীতে ১৮,৭৬৩ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ২৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল। বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্য মতে প্রায় ৯৯ শতাংশ উপস্থিতি ছিল এ পরীক্ষায়।

পরীক্ষা চলাকালিন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া পরীক্ষার হল পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd তে  পাওয়া যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!