• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় নিহত ১


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৪, ২০১৭, ০৬:১৪ এএম
জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলায় নিহত ১

ঢাকা: মসজিদুল আল আকসা ও ফিলিস্তিন ইস্যুতে এবার জর্ডানে ইসরায়েলি দূতাবাসে হামলা ও এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন।

জর্ডানের আম্মানে ইসরায়েলি দূতাবাসে এ হামলার ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি জানিয়েছে দূতাবাসের অভ্যন্তরে এক ঘটনায় এক জর্ডানি নাগরিক নিহত হয়েছেন এবং এক ইসরায়েলি মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর পুরো দূতাবাস নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। 

পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। এএফপিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে, দূতাবাসের ভেতরে এক ঘটনায় এক জর্ডানির মৃত্যু হয়েছে এবং এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। ওই সূত্র বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী এখন আম্মানের রবিয়াহ এলাকার ওই অংশটি ঘিরে রেখেছে। তবে দূতাবাসের কর্মীদের এলাকা থেকে বের করে নিয়ে যাওয়ার কথাও বলছে কোনো কোনো সূত্র।

১৯৯৪ সালে চুক্তির পর থেকে জর্ডান ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক। কিন্তু সম্প্রতি জেরুজালেমের বিখ্যাত মসজিদ হারাম-আল-শরিফে মেটাল ডিটেক্টর স্থাপনের ঘটনায় জর্ডানবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। কারণ, ঐতিহ্যগতভাবে জেরুজালেমের মুসলিম স্থাপনাগুলোর রক্ষার কাজ জর্ডানের।

শুক্রবারে জুম্মার নামাজের পর এর প্রতিবাদে আম্মানে মিছিল বের হয়। এরপরই হামলার এই ঘটনা।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!