• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জর্দানের বিপক্ষে কেমন খেলবে বাংলাদেশ?


ক্রীড়া প্রতিবেদক জুলাই ১৮, ২০১৭, ০৯:১৬ পিএম
জর্দানের বিপক্ষে কেমন খেলবে বাংলাদেশ?

ঢাকা: ফিলিস্তিনে শুরু হতে যাওয়া এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে সোমবার বেথলেহেমে পৌঁছেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ ফুটবল দল। গন্তব্যে যাওয়ার পথে ইসরায়েল সীমান্তে চরম ভোগান্তির শিকার হয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। খেলোয়াড়দের শরীরে জেঁকে বসেছে ভ্রমণজনিত ক্লান্তি। এমন অবস্থায় বুধবার (১৯ জুলাই) ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জর্দানের মুখোমুখি হবে লাল সবুজের যুবারা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।

ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করে কেমন খেলবে বাংলাদেশের অনুর্ধ্ব-২৩ জাতীয় দল। একে তো শক্তিশালী প্রতিপক্ষ, তার উপর ক্লান্তি। তবে এসব মাথায় না রেখে শুধু খেলা নিয়েই ভাবতে চান বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ এ্যান্ড্রু অর্ড। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ যে কোন দলের জন্যই গুরুত্বপূর্ণ। জর্ডানের বাড়তি চাপ আছে গ্রুপের ফেবারিট হিসেবে পরবতী রাউন্ডে যাবার। এটি আমাদের বাড়তি সুবিধাই দেবে।’

ফিলিস্তিনের আবহাওয়া প্রসঙ্গে অর্ড বলেন, ‘এখানের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি। আমার মনে হয় এটা প্রায় বাংলাদেশের মতোই। তাই এই আবহাওয়ার সঙ্গে ছেলেরা মানিয়ে নিতে পারবে বলেই আমার বিশ্বাস।’

এএফসি বাছাইয়ে বাংলাদেশের লক্ষ্যটা কি? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা যদি নিজেদের সেরাটা মাঠে দিতে পারি এবং ছেলেরা যদি একটা দল হয়ে খেলতে পারে তবে সেটি অবশ্যই সম্ভব। আমরা সবসময়ই স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমরা বলি যে আমরা সেরাটাই অর্জনের চেষ্টা করবো। ফুটবলে সবসময় এটাই ঘটে থাকে। যে কারণে ফুটবল এত জনপ্রিয় একটি খেলা।’

বাংলাদেশের কৌশল প্রসঙ্গে কোচ বলেন, ‘মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দলগুলো যে ধাঁচে খেলে জর্দানও অনেকটা সেকমই। সেই সঙ্গে তাদের খেলায় কিছুটা ইউরোপীয় স্টাইলেরও ছোঁয়া আছে। তারা দ্রুতগতির ফুটবল খেলে এবং শারীরিক শক্তিও প্রয়োগ করে। তারা যদি কোন ভুল করে সে সুযোগটা আমাদের নিতে হবে। দলের সবাইকে নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার মানসিকতায় মাঠে নামতে হবে। এবং সেটি হলে অবশ্যই ভাল কিছু করা সম্ভব।’

এই আসর দিয়েই অর্ডের প্রথম এ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে। এই টুর্নামেন্টের গ্রুপ ‘ই’তে পড়েছে বাংলাদেশ। জর্দান ছাড়া অন্য দুই প্রতিপক্ষ হচ্ছে তাজিকিস্তান এবং স্বাগতিক ফিলিস্তিন।

সোমবার জর্দান হয়ে ফিলিস্তিন পৌঁছে বাংলাদেশ দল। জর্দান থেকে ইসরাইলে প্রবেশের সময় সীমান্তে সাড়ে ৩ ঘণ্টা চেক-ইনের জন্য অপেক্ষা করতে হয় ফুটবলারদের। তারপর সেখান থেকে সড়কপথে ফিলিস্তিন পৌঁছাতে ১২ ঘন্টা সময় লাগে বাংলাদেশ দলের। ফলে স্বাভাবিকভাবেই দলের সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!